আঞ্চলিক পর্যায়ে বিতর্ক চর্চার অনুকূল পরিবেশ গড়ে তুলতে যেসব বিশ্ববিদ্যালয়, সমপর্যায়ের কলেজ বা মাদরাসায় বিতর্ক সংগঠন নেই, সেখানে বিতর্ক সংগঠন গড়ে তোলার ব্যপারে কাজ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। বিতর্ক চর্চার পরিবেশ ধরে রাখতে প্রয়োজনে বিশেষ-বিশেষ জেলাসমূহে গড়ে তোলা হবে জেলা বিতর্ক ফোরাম।

বিতর্ক চর্চার মাধ্যমেই একটি যুক্তিনির্ভর জাতি গড়ে ওঠে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতর্কের প্রসার বাড়াতে হবে। বিতর্ক শুধু মানুষকে যুক্তিবাদীই করে তোলে না, তার মধ্যে নেতৃত্ব গুণ তৈরি করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্ক ক্লাব (ডিআইইউডিসি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের সহযোগিতায় বৃহত্তর ঢাকার ৬ জেলায় শুরু হতে হচ্ছে ৭ম জাতীয় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা। আজ বুধবার (৯ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক ‘সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন’ অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।