আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আইয়ুব বাচ্চু স্মরণে ৩০ হাজার কণ্ঠে মাতবে ড্যাফোডিল ক্যাম্পাস

সদ্য প্রয়াত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আইয়ুব বাচ্চুরপ্রতি সম্মান জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের আয়োজনে একসঙ্গে ত্রিশ হাজার কণ্ঠে ও কয়েকশ গিটারের ঝঙ্কারে আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে-তে মেতে উঠবে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস।

প্রয়াত মুক্তিযোদ্ধা, জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎ আইয়ুব বাচ্চুর স্বরণে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আয়োজনটি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা,সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক প্রাপ্ত একজন শিল্পী এবং অসংখ্য দেশাত্মবোধক গানের স্রষ্টা। তাঁর সৃষ্টির মাধ্যমেই তাঁকে ও তাঁর মূল্যবোধকে ধারণ করতে বর্তমান প্রজন্মের ছাত্রদের উদ্যোগে এই আয়োজন।