আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্লাবসমুহের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৭১-মিলনায়তনে পালিত হয়েছে “চেতনায় একুশ”। একুশের চেতনাকে সমুন্নত রাখতে বিভিন্ন ক্লাবের পরিবেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল অলস্টার্স ড্যাফোডিল পরিবেশিত নাটকঃ “একটি ভাষার মুক্তি”। এছাড়াও সকল ক্লাবের অংশগ্রহণে বায়ান্নর চেতনা মূলক কবিতার সমন্বয়ে ২১ জন আবৃত্তি শিল্পীর সম্মিলিত পরিবেশনা “ভাষা যুদ্ধের কাব্য”, ফিল্ম সোসাইটির উদ্যোগে নির্মিত বিশেষ প্রামান্য চিত্র এবং ডিবেট ক্লাবের পরিবেশনায় ছিল প্ল্যানচ্যাট বিতর্ক।

ছাত্রদের আয়োজনে শরিক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী, শিক্ষক, এবং কর্মকর্তাবৃন্দ।

স্থিরচিত্রঃ Daffodil International University Photographic Society