মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়- যুগে যুগে এই কথাটির যথার্থতা প্রমাণ করে দিয়ে গেছেন মহামানবগণ। তেমনি মানব সেবাই পরম ধর্ম- এই কথাটি আমরা বৃহৎ জনগোষ্ঠী জানলেও মানিনা, অথবা মানলেও তা পালন করা হয়ে ওঠেনা। তবে যারা এই পরম ধর্ম পালনে ব্রত তাদেরকে কোন প্রতিকূলতাই দমিয়ে রাখতে পারেনা । সেই মহামানবদের অবদানের কথা পৃথিবী মনে রাখে এবং যুগে যুগে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
আজকে এই কথাগুলো খুব মনে পড়ছে বাংলাদেশেরই এক সূর্যসন্তান জয়নালকে দেখে, যিনি হয়ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেননি, উন্নত জীবনযাপনও করেননি কিন্তু তাঁর মানবিক গুণাবলি ও অদম্য ইচ্ছা তাঁকে মনুষ্যত্বের উদাহরণ হিসেবে নিয়ে গেছে বিশ্ব সভ্যতার দরবারে । তিনি মাথার ঘাম পায়ে ফেলে রিকশা চালিয়ে,তাঁর তিল তিল করে জমানো টাকা দিয়ে গড়ে তুলেছেন হাসপাতাল, যেখানে চিকিৎসা নিয়ে সুস্থ্য হচ্ছেন অসংখ্য মানুষ। কিন্তু, আমরা যারা সমাজে শিক্ষা, ক্ষমতা, অর্থবিত্ত, সুযোগ ও সম্মানের জায়গাগুলো দখল করে বসে আছি, তারা যদি আজকে নিজেকে প্রশ্ন করি যে, আমি আমার জায়গা থেকে কতটা করতে পেরেছি? নিজেকে সত্যিই অপরাধী মনে হবে। যুগে যুগে জন্ম হোক জয়নালের মত সূর্য সন্তানদের, যাদের এই পৃথিবীতে খুব বেশী দরকার। স্যালুট জয়নালদের। জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল।

Digital Marketing Expo

July 24, 2018