“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”

– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকন্ঠ ও দৃঢ় নেতৃত্বের সূতিকাগার, ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন এশিয়ার ১৫টি দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর ও রেক্টরগণ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃক আয়োজিত বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ১৮তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ-২০১৯) এর সম্মেলনে আগত অতিথিগণ বঙ্গবন্ধুর বাসভবন পরিদর্শনকালে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই বাড়িতে নৃশংসভাবে সপরিবারে হত্যার শিকার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা, নিরবতা পালন ও কমেন্ট বইয়ে আবেগঘন মন্তব্য করেন। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও নেতৃত্বের ইতিহাস প্রতিনিধিদলকে বাংলাদেশের মহান নেতার প্রতি শ্রদ্ধাবনত, ভাবগম্ভীর ও কৃতজ্ঞ করে তোলে।

“The struggle this time is for emancipation! The struggle this time is for independence!”

In 1971 this majestic voice of the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman influenced the whole world. His powerful invitation motivated the whole nation to fight for our liberation. Honorable Presidents, Vice Chancellors & Rectors of 40 universities from 15 countries including Asia have visited the Bangabandhu Memorial Museum in Dhanmondi 32, Dhaka today.

Guests arriving at the 18th Asian University Presidents Forum (AUPF-29), organized by Daffodil International University (DIU) in association with the Association of Private Universities of Bangladesh (APUB) for the first time in Bangladesh, paid a tribute to the father of the nation and his family who were brutally murdered in this house on 15th August night, 1975. The visitors also wrote emotional comments on commentbook came to know facts and history of the emergence of Bangladesh and stood in silence to commemorate the departed souls. During the visit, the history of patriotism and leadership of Bangabandhu made the delegation respectful, solemn, thoughtful and grateful to this great leader of Bangladesh.