
মোঃ সাইফুল ইসলাম খান
ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে
যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষায় বিদেশমুখীতা কমাতে এবং দেশের মানুষের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০২ সালের ২৪ জানুয়ারিতে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ২৫ হাজার দেশি-বিদেশি শিক্ষার্থী মুখরিত এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৬৮ জন শিক্ষার্থীকে নিয়ে। মাত্র ক’বছরে সবাইকে অবাক করে দিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় উঠে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মূল্যায়িত মানসম্পন্ন সেরা বেসরকারি বিশ্ববিদ্যায়ের তালিকায়। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে পড়েছে উল্লেখযোগ্য হারে।
বিশ্ববিদ্যালয় সম্পর্কে উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান বলেন, শিক্ষাবান্ধব পরিবেশে মেধাবী এবং সেরা শিক্ষক- মন্ডলীর তত্বাবধানে আধুনিক এবং যুগোপযোগী সুযোগ-সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নয় বরং একজন নীতি-নৈতিকতাবোধ সম্পন্ন সচেতন মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। এ জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটিতে রয়েছে ‘‘আর্ট অব লিভিং” কোর্স যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। স্বাস্থ্য সচেতনতার জন্য রয়েছে জিমনেসিয়াম, রয়েছে ইনডোর এবং আউটডোর খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা। এছাড়াও সারা বছরই নানা রকম সহ-শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের লুক্কাায়িত প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হয়। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে স্টার্টআপ মার্কেটের মাধ্যমে হাতে-কলমে মার্কেটিং, বিপণণসহ ব্যবসার খুটিনাটি নানা দিক শেখনো হয়।
র্যাঙ্কিংঃ সম্প্রতি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২২ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৩য়। এছাড়াও টাইম্স হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২’-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থানে রয়েছে এবং ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২১ এ বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করছে।
ক্যাম্পাসঃ রাজধানী ঢাকার আশুলিয়াতে প্রায় ৬০ একর জায়গার উপর ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাগরিক কোলাহল মুক্ত, পাখির কলকাকলীতে মুখরিত সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমিতে গড়ে উঠেছে শিক্ষাবান্ধব এ ক্যাম্পাস। সর্বাধুনিক শিক্ষা উপকরণ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, আবাসন সুবিধা, উন্নত ল্যাবরেটরি, ইনোভেশন ল্যাব, সহ-শিক্ষা কার্যক্রম, বিশাল খেলার মাঠ, যাতায়াত সুবিধা, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট, টেনিস কোর্ট, গলফ কোর্স, ওয়াইফাইসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ক্যাম্পাসকে ‘ড্যাফোডিল স্মাট সিটি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষদ ও বিভাগঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৫টি অনুষদে মোট ২৪টি বিভাগ রয়েছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের অধীনে: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি, জেনারেল এডুকেশন ডেভেলপমন্ট, এনভাইরোমেন্টাল সায়েন্স এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট, কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম, এমআইএস বিভাগ।
প্রকৌশল অনুষদের অধীনে:
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার বিভাগ
বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের অধীনে রয়েছে:
- ব্যবসায় প্রশাসন
- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
- রিয়েল এস্টেট
- ইনোভেশন এন্ড এন্ট্রিপ্রিনিউরশিপ
- বিজনেস স্টাডিজ এবং
- এমবিএ
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে:
- এলএলবি
- ইংরেজি
- সাংবাদিকতা
- মিডিয়া এবং গণযোগাযোগ
- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
এ্যালাইড হেলথ্ সাইন্স অনুষদের অধীনে রয়েছে:
- ফর্মেসি
- নিউট্রেশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং
- পাবলিক হেলথ বিভাগ
প্রতিটি বিভাগের পড়ার খরচ কেমন তা জানতে এই লিংকে ঘুরে আসতে পারেনঃhttps://daffodilvarsity.edu.bd/tuition-fees
সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরিঃ লাইব্রেরী হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের সূঁতিকাগার। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গবেষণাকর্মে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে সমৃদ্ধ ডিজিটাল লাইবেরি যাতে রয়েছে দেশি বিদেশী লক্ষাধিক বই, ২৫,০০০ রেফারেন্স বই, ১৫,০০০ ই-বুক, ২,৫০০ প্রোজেক্ট রিপোর্ট, ২,০০,০০০ ই-জার্নালসহ, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ম্যাগাজিন, সিডি, ভিসিডি, ডিভিডিসহ দেশীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকা। রয়েছে ফ্রি ইন্টারনেট সুবিধা যাতে করে শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরি ও অন্যান্য বিষয় সম্পর্কে তথ্যাবলী সংগ্রহ করতে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে। লাইব্রেরির সকল কর্মকান্ডই অনলাইন ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে। যে কোনো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে তার প্রয়োজনীয় বইয়ের বুকিং দিতে পারে। লাইব্রেরির সর্বাধুনিক সুবিধা সম্বলিত সুবিশাল ফ্লোর সমূহের মধ্যে একসাথে প্রায় ৮০০ শিক্ষার্থী শান্ত ও নিরিবিলি পরিবেশে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের দেয়া চাহিদা অনুযায়ী দেশি বিদেশি রেফারেন্স বই সংরক্ষণের মাধ্যমে লাইব্রেরিকে সবসময় আপডেট রাখা হয়। লাইব্রেরিতে বসেই শিক্ষার্থী ও শিক্ষকরা নোট, পরীক্ষার এ্যাসাইনমেন্ট ও গবেষণা পত্র তৈরী করতে পারে। লাইব্রেরিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার, সিনেপ্ল্যাক্স, লাইব্রেরি ক্যাফে, ফটোগ্যালারি এবং সম্পন্ন ওয়াইফাই সুবিধা।
ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার যাত্রা শুরুর সময় থেকেই শিক্ষার্থীদেরকে টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে। সেই লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করেছে, যাতে শিক্ষার্থীরা যথাযথভাবে প্রযুক্তির ব্যবহার শিখতে পারে। করোনার মধ্যেও ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কার্যক্রম বন্ধ থাকেনি।
আবাসন সুবিধাঃ বিশ্ববিদ্যালয়ের বেশীরভাগ শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। শুধুমাত্র ক্যাম্পাস নয় গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের থাকা, খাওয়ার পরিবেশের গুরুত্বও কম নয়। শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানের হোস্টেল সুবিধা। শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্পন্ন খাবার, ইন্টারনেট, ওয়াইফাই, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাসহ ছেলে এবং মেয়েদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা রয়েছে এ বিশ্বদ্যালয়ে।
ল্যাবরেটরিঃ শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ডিজিটাল ক্লাশ রুম, কম্পিউটার ল্যাব, টেক্সটাইল ল্যাব, ফিজিক্যাল ল্যাব, ফার্মাসি ল্যাব, ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাব, ফ্যাব ল্যাব (ডিজিটাল ফেব্রিকেশন), জেএমসি ল্যাব, সিসকো ল্যাব, মাইক্রোসফট আইটি একাডেমি, লিনাক্স, রেডহাট ও ওরাকল, মাল্টিমিডিয়া ল্যাব, ইনোভেশন ল্যাবসহ সব ধরনের ল্যাব সুবিধা।
ক্লাবঃ পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার রয়েছে ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, সাইন্স ক্লাব, বিজনেস ক্লাস, ন্যাচারাল স্টাডি ক্লাব, কালচারাল ক্লাব, সাইবার ক্যাফে, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, এমবিএ ক্লাবসহ ৩৫টি ক্লাব । শিক্ষার্থীদের নৈতিকতা, নিয়মানুবর্তিতা এবং কর্মঠ করে গড়ে তুলতে রয়েছে এয়ার রোভার স্কাউট গ্রুপ বিএসসিসি ইউনিট।
স্কালারশিপঃ প্রতি সেমিস্টারে বিপুল পরিমাণ অর্থ ওয়েভার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষা নিশ্চিত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহামারীর সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত বৃত্তির পাশাপাশি অতিরিক্ত ২২ কোটি টাকার প্রনোদনা প্রদান করেছে শিক্ষার্থীদের কল্যাণে।
এছাড়াও ট্যালেন্ট স্কালারশিপের মাধ্যমে আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০০% বৃত্তি প্রদান করা হয়। সেমিস্টার ফাইনাল পরীক্ষায় জিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা ১০% থেকে ৫০% পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। এছাড়া সহোদর, স্বামী-স্ত্রী, মুক্তিযোদ্ধা কোটা, খেলোয়ার, জাতিগত গোষ্টি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় । সিজিপিএ ৩.৯ প্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বীমা সুবিধাঃ অর্থের অভাবে একজন শিক্ষার্থীরও যেন পড়ালেখা বন্ধ না হয় এ ব্যপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবক জীবনবীমার আওতাভূক্ত। অনাকাঙ্খিত যে কোন দুর্ঘটনায় একজন শিক্ষার্থীরও যেন শিক্ষাজীবন ব্যহত না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ব্যপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মেডিকেল সেন্টার: শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ মেডিকেল সেন্টার। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো অনাকাঙ্খিত দুর্ঘটনায় বা অসুস্থ্যতায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স দ্রুত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। এছাড়াও জরুরি প্রয়োজনে ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রয়েছে।
অনলাইন শিক্ষাব্যবস্থাঃ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২০১৩ সাল থেকে অনলাইনে শিক্ষাসম্পর্কিত নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সুতরাং অনলাইন ক্লাসের সঙ্গে ডিআইইউ শিক্ষক ও শিক্ষার্থীরা আগে থেকেই অভ্যস্ত। অনলাইন শিক্ষাকে আরও কার্যকর এবং যুগপোযোগী করার জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘ব্লেনডেড লার্নিং সেন্টার’ ( বিএলসি) প্ল্যাটফর্ম তৈরি করেছে। করোনাকালীন সময়ে ‘ব্লেনডেড লার্নিং সেন্টার’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী এক উদ্ভাবন যা অত্যন্ত কার্যকরী ও গুনগত অনলাইন শিক্ষাব্যবস্থা।
খেলাধুলার ব্যবস্থাঃ সুস্থ্য দেহ, সতেজ মন লক্ষ অর্জনে অনেক বেশী প্রয়োজন। শরীর, মন যদি সুস্থ্য না থাকে তবে কোন কিছুতেই মন বসে না। আর এর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে ইনডোর এবং আউটডোরে খেলাধুলার সব আয়োজন। ক্যাম্পাসে প্রধান ফটক পেরুলেই চোখে পড়বে আন্তর্জাতিক মানের বিশাল খেলার মাঠ। পাশেই বাস্কেটবল গ্রাউন্ড এবং গল্ফ কোর্স। এছাড়া টেনিস কোট, ব্যাডমিন্টনসহ অন্যান্য সব ধরনের খেলাধুলার আয়োজন রয়েছে এই ক্যাম্পাসে। রয়েছে ফুটবল খেলার মিনি মাঠ ‘‘ফুটসাল মাঠ”।
জিমনেসিয়ামঃ শারীরিক ফিটনেস তৈরিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ আন্তর্জাতিক মানের জিমনেসিয়াম।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারঃ শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তুলতে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’ (সিডিসি) রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি সুসম্পর্ক এবং সেতুবন্ধন তৈরির মাধ্যেমে প্রতিনিয়ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার। এছাড়াও অন ক্যাম্পাস জব, স্পট রিক্র্যুমেন্ট, ইন্টার্নশিপ প্লেসমেন্ট, ক্যারিয়ার গ্রুমিং, ফিল্ড ভিজিটসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তুলছে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার।
ইনোভেশন ল্যাবঃ শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধাকে জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আশুলিয়ায় ‘ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই ইনোভেশন ল্যাবে মার্কেট স্পেস, রোবটিক জোন, থ্রি-ডি প্রিন্টার, আইওটি নির্ভর বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, শীতাতপযন্ত্র, আর্কিটেকচারাল ডিজাইন জোন, বুক রিডিং জোন, বিজনেস ইনকিউবেটর, মিটিং রুম, অ্যানড্রয়েড ও উইনডোজ সুবিধা সম্বলিত অল ইন ওয়ান টিভি ইত্যাদি রয়েছে। এসব সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দান করতে পারবে।
যাতায়ত ব্যবস্থাঃ শিক্ষার্থীদের যাতায়তের জন্য রয়েছে বিশাল পরিবহন পুল। প্রতিদিন এই বাসগুলো বিভিন্ন রুটে শিক্ষার্থীদেরকে আনা-নেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। অভিজ্ঞ ড্রাইভার দ্বারা পরিচালিত এই বাসগুলো শিক্ষার্থীদের নিয়মিত আনা-নেওয়ার পাশাপাশি স্টাডি ট্যুর, ইন্ড্রাজট্রি ভিজিট এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয়।
আন্তর্জাতিক সম্পর্কঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ের নিয়ে যেতে শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ পর্যন্ত বিশ্বের ৪৫০টির ও অধিক স্বানামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়া সামার প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম, স্কলারশীপ, ইন্টার্নশিপ, রিসার্স, জয়েন্ট কনফারেন্স, বিভিন্ন প্রতিযোগীতাসহ চুক্তিবদ্ধ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সারাবছরই নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দেশের গন্ডি পেরিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
বিদেশী শিক্ষার্থীঃ গত কয়েক বছর যাবৎ বিদেশী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আঙ্গিনা। ইতোমধ্যে আমেরিকা, তুরস্ক, ইন্দোনেশিয়া, দক্ষিন আফ্রিকা, নেপাল, দক্ষিণ কোরিয়া, সোমালিয়া, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০’র অধিক শিক্ষার্থী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে।
প্রকাশনা ও গবেষনা কার্যক্রম: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদ থেকে নিয়মিত জার্নাল প্রকাশিত হচ্ছে যেখানে শিক্ষকদের উচ্চমানের গবেষণাকর্ম স্থান পায়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রম একটি অত্যাবশ্যকীয় বিষয়। এক্ষেত্রে ডিআইইউ শিক্ষকবৃন্দ দক্ষতার সাথে অব্যাহত রেখেছেন এ কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থীদের গবেষণাকর্মে আরো বেশী উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে রিসার্চ ডিভিশান এবং রিসার্চ ফান্ড।
বিশ্ববিদ্যালয় আ্যালমনাইঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কথায় নয় কর্মে বিশ্বাসী। আমাদের শিক্ষার্থীরাই আমাদের গর্ব। ইতোমধ্যে দেশ এবং দেশের বাহিরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছে। বিসিএস ক্যাডারে ডিআইইউ শিক্ষার্থীরা অত্যান্ত ভালো ফলাফল অর্জন করছে এবং সরকারী বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আ্যালমনাই এসোসিয়েশনের মাধ্যমে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়। দেশ এবং দেশের বাহিরে আ্যালমনাইরা ড্যাফোডিল আ্যালমনাই এসোসিয়েশন নেটওয়ার্ককের মাধ্যে যুক্ত রয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুনামের সাথে পরিচালিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্র হিসেবে এই বিশ্ববিদ্যালয় হতে পারে এক অনন্য প্রতিষ্ঠান। সিদ্ধান্ত এখন আপনার। নগর জীবনে এই কংক্রিটের জঙ্গলে মানুষ যখন হাঁপিয়ে উঠছে তখন সবুজে ঘেরা, মনোরম, ছায়াসুনিবিড় ও শিক্ষাবান্ধব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, ঢাকা হতে পারে আপনার উচ্চশিক্ষার জন্য স্বপ্নের ঠিকানা।
ভর্তি সেশন : ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকতাই সফটওয়ার ও কম্পিউটারাইজেশনের আওতাভূক্ত। ভর্তির যাবতীয় তথ্য পেতে ড্যাফোডিল এ্যাডুকেশন নেটওয়ার্ক, ৪/২ সোবাহানবাগ, ধানমন্ডি, ঢাকা অথবা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মাট সিটি. আশুলিয়া, এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। অনলাইনেও ভর্তির ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় টেলিফোন নাম্বার সমূহঃ ৪৮১১৩৬৯০-৯১ বর্ধিতঃ ৪৪৪, ৫৫৫। মোবাইলঃ ০১৭১৩৪৯৩০৫০-১, ০১৭১৩৪৯৩১৪১, হেল্প লাইনঃ ০৯৬১৭৯০১২১২ । ইমেইলঃ admission@daffodilvarsity.edu.bd, www.daffodilvarsity.edu.bd
ছবিতে ক্লিক করলে সম্পূর্ণ ভিউ দেখা যাবে





































MOST COMMENTED
Bangladesh Football
Bodybuilding exercise techniques and guide lines
JMC DIU Career Related Show “Career Today” is @ RTV
Study Visit from CDC
DIU achieves World Quality Commitment (WQC) Award-2010
Tree Plantation Program at DIU Permanent Campus Plot, Ashulia
Most Spoken Languages In The World