জাতীয় পুরস্কার পাওয়ার অনুভূতিটা কিভাবে ব্যক্ত করবো বুঝতে পারছি না।
যখন নাম ঘোষণা হল “অমিত চক্রবর্তী ছোটন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি” সারা শরীরে শীতল একটা শিহরণ বয়ে গেল।


বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮ আমি ইন্ডাস্ট্রিয়াল এবং আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ক্যাটাগরিতে ২য় স্থান লাভ করেছি ।
আমি অনেক অনেক কৃ্তজ্ঞ আমার ঈশ্বরের প্রতি , আমার বাবা মায়ের প্রতি , আমার সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি, আমার ভালোবাসার মানুষটার প্রতি, আমার পরিবারের প্রতি, আমার Daffodil Family-ড্যাফোডিল ফ্যামিলি এর প্রতি এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি।
আমার এই স্বপ্নের প্রোজেক্টটি কে নিয়ে ২০১৫ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে পথ চলতে শুরু করেছিলাম। একদিন অনেক দূর নিয়ে যাবো আমার এই স্বপ্নের প্রোজেক্টটিকে।
৬ সেপ্টেম্বর ২০১৮ দিনটি সারাজীবন মনে থাকবে।