মহান শহীদ ‍দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 


এ উপলক্ষে সকালে মূল ক্যাম্পাসে থেকে একটি শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজ, উপাচার্য, শিক্ষক -শিক্ষার্থী, বিভিন্ন ক্লাব এবং ক্যাম্পাসের পক্ষ থেকে শহীদ বেদিতে পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

With great enthusiasm and due respect, Daffodil International University (DIU) observed 21st February the ‘Shahid Dibash’ and ‘International Mother Language Day’ and paid tribute to the martyrs of the language movement. To mark the day, Daffodil International University organized a rally followed by placing floral wreaths to Central Shaheed Minar at permanent campus of the university at Ashulia, Savar, Dhaka.