আমরা যখন প্রযুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টায় মুখিয়ে আছি, ঠিক তখনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির অধীনে আমাদের সামনে সেই উদ্ভাবনের দুয়ার উন্মুক্ত করে দিল। তাই সব্যসাচী লেখক সৈয়দ শাসসুল হকের কবিতার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই-
‘এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।’ 
ল্যাপটপ আসলেই এই প্রজন্মের কাছে একটি বড় বাজিকর, যেই বাজিকর আমাদের সব ধরনের কঠিন কাজ সহজ করে দিয়েছে। তাই চলুন, সকল সুন্দর কাজে এ ল্যাপটপ ব্যবহার করি এবং সকল ধরনের দূষিত কাজ থেকে বিরত রাখি।’

বিনামূল্যে ল্যাপটপ পেয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০১৬ সেমিস্টারের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ইলিয়াস নবী ফয়সাল ও সামিহা রহমান।

আজ শনিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ ল্যাপটপ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে 7th Generation এর ড্যাফোডিল ল্যাপটপ তুলে দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।