ঈদের আনন্দকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ড্যাফোডিল ইনিষ্টিটিউট অব সোস্যাল সাইন্স (ডিআইএসএস) এর সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের ছাত্র-শিক্ষকদের প্রয়াসে একটি অলাভজনক শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন – #জ্ঞানের_পাঠশালা এর আয়োজনে ৬ই জুন ২০১৮ তারিখে ৭১ মিলোনায়তন-এ “জ্ঞানের পাঠশালা ঈদ উৎসব-২০১৮” উৎযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, জ্ঞানের পাঠশালার ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন পোশাক, মেহেদি ও ইফতার সামগ্রী তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম, জ্ঞানের পাঠশালার সম্মানীত উপদেষ্টা ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও সহযোগী বিভাগীয় প্রধান জনাব দারা আব্দুস সাত্তার এবং উক্ত বিভাগের সম্মানীত শিক্ষক মন্ডলী উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

OPORAJEYO BANGLA

July 24, 2018